শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ ক্রীড়াপ্রেমীরা।

উদ্বোধনী খেলায় কিংস অব বনরূপা মোকাবেলা করে লামা উপজেলা ফুটবল দলের, খেলায় কিংস অব বনরুপা ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে লামা উপজেলা ফুটবল দল বিজয়ী হয়।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ৮টি দলের অংশগ্রহণ। আগামী ২৪ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ