নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ ক্রীড়াপ্রেমীরা।
উদ্বোধনী খেলায় কিংস অব বনরূপা মোকাবেলা করে লামা উপজেলা ফুটবল দলের, খেলায় কিংস অব বনরুপা ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে লামা উপজেলা ফুটবল দল বিজয়ী হয়।
এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ৮টি দলের অংশগ্রহণ। আগামী ২৪ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ