নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে টেকনাফ মডেল থানা নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।
জানা যায়, জানুয়ারি মাসে অভিন্ন মানদণ্ডের আলোকে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে টেকনাফ মডেল থানাকে নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট তুলে দেন জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
এছাড়া, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম, তদন্ত ওসি নাসির উদ্দীন মজুমদার, এসআই সাজ্জাদ হোসেন সজিব, এসআই আব্দুল্লাহ আল ফারুক, এসআই রউফ বুলবুল, এসআই রোকনুজ্জামান, এএসআই মো:মহি উদ্দিন নির্বাচিত করা হয়।
এসম উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, উখিয়া- টেকনাফ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ, বিপিএম সহ নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, কক্সবাজার জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম স্যারের সার্বিক নির্দেশনায় কঠোর পরিশ্রমে এই পুরস্কার থানার সকল অফিসার ও ফোর্সের অর্জন। অফিসারদে সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফ থানা প্রথমবারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ