নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) রুটে লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নৌপথে সরকার নির্ধারিত যে ভাড়া ঢাকা-কালিগঞ্জ উলানিয়া রুটের লঞ্চ যাত্রীদের কাছ থেকে তার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই রুটে দিনে চলাচল করা লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ৫০০ থেকে ৮০০ টাকা ভাড়া আদায় করে। অথচ ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলা, ঢাকা-পটুয়াখালী, ঢাকা-ঝালকাঠিসহ অন্যান্য রুটে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে।
দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক পারভেজ হাওলাদার বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হোক। এই দাবি না মানা হলে আগামীতে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।
এসময় রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে নিবেদিত মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বক্তারা ওই এলাকার লঞ্চ মালিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে তিন দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে, যাত্রী হয়রানি বন্ধে প্রতিটি লঞ্চে কমপক্ষে চারজন আনসার সদস্য রাখার ব্যবস্থা করতে হবে এবং মরদেহ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
মানববন্ধন থেকে আরও বলা হয়, ঢাকা-কালিগঞ্জে রুটে ১০ থেকে ১২টি লঞ্চ নিয়মিত চলাচল করে। এ রুটে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঘাটে কমপক্ষে ২০ মিনিট লঞ্চ রাখতে হবে। তখন আর যাত্রীরা তাড়াহুড়ো বা ঠাসাঠাসি করে লঞ্চলে উঠবে না।
মানববন্ধন মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষে উপস্থিত ছিলেন মো. পারভেজ হাওলাদার, অ্যাডভোকেট জিয়াউর রহমান চৌধুরী, রুবেল তালুকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কর্মরত মো. বাছেদ, মোমিন মেহেদী প্রমুখ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ