নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ২৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২১ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৫০ বোতল বিদেশি মদ, ৩৫০ ক্যান বিয়ার ও ১টি কাঠের নৌকাসহ মুফিজুল ইসলাম নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়া এলাকার বাচা মিয়ার ছেলে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার রাতে মিয়ামমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সাড়েচার নামক এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় রাত ১১টার দিকে মিয়ানমার থেকে একটি হস্তচালিত কাঠের নৌকা যোগে দুই ব্যক্তি সীমান্ত অভিমুখে আসার সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকা হতে লাফিয়ে দ্রুত সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ১কেজি ২৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ নৌকাটি জব্দ করা হয়।
একই দিনে রাত ১০টার দিকে টেকনাফ বিওপির আওতাধীন সাবরাং বিজিবি একটি চোরাচালান প্রতিরোধ একটি টহল দল সাবরাং ইউনিয়নের বগলজোড়া নামক এলাকায় নিয়নিত টহল পরিচালনা করে। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি কাঁধে বস্তা নিয়ে নাফ নদী হয়ে বেড়িবাঁধ এলাকা দিয়ে আসতে দেখে। টহলদল তাদেরকে দাওয়া করে পেলে যাওয়া ৮টি বস্তা খুলে মিয়ানমারের ১৫০ বোতল বিদেশি মদ এবং ৩৫০ ক্যান বার্মিজ বিয়ার উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, বিকেলে হোয়াইক্যং সড়ক তল্লাশি চৌকিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী পায়রা পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে সিটের নিচে চুম্বক দিয়ে লুকানো অবস্থায় ১ হাজার ৯১০ পিস ইয়াবা বড়িসহ একজন যাত্রীকে আট করা হয়।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মালিকবিহীন কাঠের নৌকা হ্নীলা শুল্ক গুদামে জমা দিয়ে অন্যান্য মাদকগুলো পরিবর্তীতে বিনষ্ট করনের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ