নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাগামী বেপরোয়া গতির রাজিব পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে এক কাভার্ড ভ্যান চালক।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী রাজিব এন্টারপ্রাইজের একটি বাসের সাথে জামালপুরগামী বেকারি পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যান রাস্তার বাম পাশেই ছিল, রাজিব বাস ডানে এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত কাভার্ড ভ্যান চালকের নাম সৌরভ হোসেন (৩৫)। তার বাড়ী ময়মনসিংহ শহরের কৃষ্টপুরে।
জামালপুর সদর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে, তারা ময়মনসিংহ থেকে আসতেছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ