নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মানিকগঞ্জ টেনিস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু কাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে মানিকগঞ্জে টেনিস গ্রাউন্ডে বঙ্গবন্ধু কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অনুষ্ঠানের সভপতিত্ব করেন, মানিকগঞ্জ টেনিস ক্লাবের সভাপতি পুলিশ সুপার (পিপিএম-বার) মোহাম্মাদ গোলাম আজাদ খান। ফাইনাল খেলায় জাহাঙ্গীর ও পিন্টু জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ সুপার গোলাম আজাদ খান ও সেলিম জুটি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীব মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরমেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ ইমতিয়াজ মাহবুবসহ প্রমুখ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ