ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

কাউখালীতে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৩

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, কাউখালী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সাবেক চেয়ারম্যান মাহমুদ খান খোকন, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, অধ্যক্ষ অলক কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ