ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

জলদস্যুদের কবল থেকে প্রাণে বেঁচে ফিরলেন ২২ জেলে

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:১০

চট্টগ্রামের বাঁশখালীর খাটখালী মোহনা থেকে ৮ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে জলদস্যুদের কবল থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ২২ জেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বাঁশখালীর খাটখালী মোহনার ৮ কিলোমিটার দূরে এফবি আল্লাহর দান ১ নামে এক ফিশিং ট্রলারে এ ঘটনা ঘটলেও রোববার রাতে ফেরেন জেলেরা।

জানা গেছে, গভীর সমুদ্র থেকে মাছ নিয়ে ফেরার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুলাল (৫২) ও হেলাল (২৪)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে, কোন জলদস্যু বাহিনী এ কাজ করেছে, তা জানাতে পারেনি জেলেরা।

ট্রলারের মাঝি জাহাঙ্গীর বলেন, টানা ১৪ দিন গভীর সমুদ্র ছিলাম। শিকার করা মাছগুলো বিক্রির জন্য সাগর থেকে ফেরার সময় খাটখালী মোহনার ৮ কিলোটার দূরে পৌঁছাতেই জলদস্যুরা দুইটি ট্রলারে এসে আমাদের মারধর করে মাছ ও মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি। এ সময় সাথে থাকা ১৮টি মোবাইলও নিয়ে নেয়। আমাদের একজন জেলের হাতের আঙ্গুল কেটে নেয় তারা। এছাড়াও সবাইকে মারধর করে গুরুত্বর আহত অবস্থায় মাছের কলে ডুকিয়ে পেরেক টুকে দেয়।

এফবি আল্লাহর দান ট্রলারের মালিক আবু তৈয়ব বলেন, আমার ট্রলারে থাকা সকল মাছ ও মালামাল লুট করে নিয়ে গেছে। যদি জেলেরা ৩০ মিনিটের মধ্যে ওখান থেকে বের হতে না পারত তাহলে নিমিষেই ওখানে ২২ জনের মৃত্যু হতো।

বাঁশখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর বলেন, বঙ্গোসাগরে আবারও জলদস্যুদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। যে কারণে জেলেরা ভয়ে সাগরে মাছ ধরতে যাচ্ছে না। আমরাও ভয়ে থাকি। যে কারণে ট্রলার মালিকদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক মাসুদ বলেন, এ বিষয়ে শুনেছি। তারপর নিজেই খবর নিয়েছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ