ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন খন্দকার মোশাররফ 

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৩

‘পথ হারিয়ে পদযাত্রা করছে বিএনপি’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এমন মন্তব্যের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের হতাশা প্রকাশ পেয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, হতাশ হয়ে আবোলতাবোল বলছে সরকার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘এ কথা বলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, আমরা পথ হারাইনি। রাস্তায় আমাদের সরব অবস্থান দেখে তারা ভেবে পাচ্ছে না কী বলবে? কিছু না কিছু বলতে গিয়ে আবোলতাবোল বকছে। সরকার হতাশ হয়ে আবোলতাবোল বকছে।’

তিনি বলেন, বিএনপি একের পর এক কর্মসূচি সফল করছে। আর ক্ষমতাসীনেরা পাল্টা কর্মসূচি দিয়ে নিজেদের দৈন্যতার জানান দিচ্ছে। এভাবে যত তারা পাল্টা কর্মসূচি দেবে, তাদেরই ক্ষতি হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ