ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

ইউনিয়ন পদযাত্রায় আহত ৫ শতাধিক, গ্রেফতার ২০০ : বিএনপি  

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১

বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপি ৫ শতাধিক নেতাকর্মীকে আহত ও ২০০ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, ‘পুলিশ পাহারায় শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উসকে দিচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা বানচাল করতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ সদস্যকে লেলিয়ে দিচ্ছে। নির্যাতনের মাত্রা যতো বাড়বে সরকারের বিদায়ঘণ্টা ততই তরান্বিত হবে।’

তিনি বলেন, বিএনপি জনগণের দাবি নিয়ে যখনি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে ঠিক সেই মূহুর্তে একই স্থানে বর্তমান শাসকগোষ্ঠি পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উসকে দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করতে আওয়ামী সরকার ভীতসন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রাকে বানচাল করতে দলীয় সন্ত্রাসী ও কিছু সংখ্যক পুলিশেকে লেলিয়ে দিয়েছিল।

বিএনপির এই নেতা জানান, ‘গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা ও গুলিবর্ষণ করে। নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এছাড়া, যশোরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ অমিতের উপর ডিবি পুলিশ হামলা চালায়। ’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে বছরব্যাপী কর্মসূচির ঘোষণার আহবান জানান দলের আরেক নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, সে অনুযায়ী বিএনপি অন্যদিনগুলোতে কর্মসূচি পালন করবে। বিএনপির ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি মানেই ইচ্ছেকৃতভাবে গণ্ডগোল বাধানো বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ