নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রাচীন আইনের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যে হাইওয়ে বিল-২০২১ সংসদে পেশ করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পেশ করেন এবং এটি আরো যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৯২৫ সালের একটি আইন (হাইওয়ে অ্যাক্ট, ১৯২৫) যার মধ্যে মাত্র পাঁচটি ধারা রয়েছে, যা রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং নির্মাণের (রাজপথের) তদারকির জন্য অপর্যাপ্ত।
প্রস্তাবিত আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধানও রাখা হয়েছে। শাস্তি হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা জরিমানা।
নয়া শতাব্দী/এসকে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ