নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রধানমন্ত্রী হয়েও সাধারণ আচরণের বহু দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন করেছেন শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনের দিনেও আরো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সেখানে পদ্মা সেতুর আদলে জনসভার মঞ্চ তৈরি করা হয়। সেতুর আদলে তৈরি মঞ্চকে আরো জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় একটি নৌকাও।
মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষের দিকে এক কিশোরী পানিতে নেমে সাঁতরে এগিয়ে যেতে থাকেন মঞ্চের দিকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে ছুটে যান। কিন্তু মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা কিশোরীকে বাধা দিতে নিষেধ করে। এরপর কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যান।
বক্তব্য শেষে মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে কিছু সময় কথা বলেন প্রধানমন্ত্রী। পরে কিশোরীকে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।
ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাগত ঝুঁকি থাকা সত্ত্বেও কিশোরীর প্রতি প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন অনেকেই।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ