নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দেশে করোনা মহামারির মধ্যে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এ সময়ে রেকর্ড ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।
গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯৮ জন। এর আগে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে। যাদের সবাই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে মারা গেছেন।
জুলাইতে মারা গেছেন ১২ জন, আগস্টে ৩০ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
তাদের মধ্যে ৩৮ জন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগী চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকায় ১২৬২ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে ১৩১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। ২০১৯ সালে ডেঙ্গু ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করলেও করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে এবার উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ