ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

মাহির বিপদে তার স্বামী কোথায়?

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১৩:৫৪

ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেফতারের পর মাহিকে নেয়া হয় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) হেডকোয়ার্টারে। দুপুর তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। পরে মাহিকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুর দেড়টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

এর আগে জিএমপি কমিশনার বলেন, সকালে মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে দেয়ার অভিযোগ করেন।

এ সময় ওই শোরুম ভাঙচুরের কয়েকটি ভিডিও প্রকাশ করেন এই আলোচিত নায়িকা। সকালের ওই অভিযোগের পর রাতেই পুলিশ মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করেন এসআই মোহাম্মদ রোকন মিয়া। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন 'অগ্নি' খ্যাত এই নায়িকা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রাকিব সরকার আবারো ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, ‘গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যদের অ্যারেস্ট করেছে। আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে। পুলিশ কখনও এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে। যা হবার হবে, আমরা ফেস করব।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ