নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিএনপির রাজনৈতিক কর্মসূচিতেও বিশেষ ট্রেন ভাড়া দেয়া হবে বলে মন্তব্য করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, তবে বিএনপিকে আন্দোলনের নামে লাইন উপড়ে ফেলে, রেলে আগুন দিয়ে যে ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ক্ষেত্রে আমরা দেখেছি যে, তাদের আন্দোলনের বা জনসভার অতীতের যে রেকর্ড…তারা রেললাইন উপড়ে ফেলেছে, তারা রেলে আগুন দিয়েছে, রেলের ক্ষতি করেছে। সেগুলোর দায়িত্ব কে নেবে? সেগুলোর যদি দায়িত্ব নেয়, আমাদের কাছে আসুক, চাক…।
সুজন আরো বলেন, আমাদের হিসাব আছে (বিএনপি) কত ক্ষতি করেছে, জ্বালাও-পোড়াও…সেখান থেকে যদি কিছু টাকা-পয়সা আমাদের দেয়, ভাড়া দেবো তাদেরকেও। কোনো অসুবিধা নাই।
ক্ষতিপূরণের এই টাকা বিএনপির কাছে কখনো চাওয়া হয়েছে কি না জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, তারা তো আমাদের ধারেকাছে আসে না।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাজশাহীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে আসতে দলীয় নেতাকর্মীদের জন্য লোকাল রুটে চলাচলকারী ৭টি ট্রেন ভাড়া করেন দলের নেতারা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ