ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহবান সিইসির

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৫
ছবি : সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত ও অনাবশ্যক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সিইসি বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহবান জানান।

কাজী হাবিবুল বলেন, ‘নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংবিধান, প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখেছেন যে, মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইনে বলা হয়েছে, একজন কমিশনার তার মেয়াদ শেষে প্রজাতন্ত্রের চাকরিতে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নিয়োগ পাবেন না। নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি (সাহাবুদ্দিন) নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ