ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

ট্রেনের টিকিট কাটতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক : রেলমন্ত্রী 

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২০
ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করছে সরকার। যা আগামী ১ মার্চ থেকে কার্যক্রম চালু হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীর কাছ থেকে জরিমানা আদায়সহ বাংলাদেশ রেলওয়ে টিকিট ব্যবস্থা সেবা অন্তর্ভুক্ত করছে সরকার।’

তিনি বলেন, রেলওয়ের সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগান সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে টিকিটিং ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার।

মন্ত্রী আরো জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ের অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে এককভাবে টিকিট কিনতে পারবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে নিবন্ধন প্রক্রিয়া চলবে। আগামী ১ তারিখ অনলাইনে টিকিট নিতে হলে নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ