নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বি-পাক্ষিক নানা ইস্যু নিয়ে কথা হয় তার।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেসের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন শোলে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের।
মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ