নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় ৫ম দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আরও ৪ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছে বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধারকাজ ওই দিনের মতো শেষ করা হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন, উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সাথে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে উদ্ধারকাজে অংশগ্রহণ করে।
সেনাবাহিনীর নেতৃত্বে তাদের উদ্ধারকর্মীসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এ নিয়ে এ পর্যন্ত ২০ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে জীবিত একজন ও মৃত ১৯ জন।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ