ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ঢাকায় যুক্তরাষ্ট্র ও ভারতের ২ প্রতিনিধি

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯

রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিল ডেরেক শলেট ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা ঢাকায় এসেছেন।

বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা। সন্ধ্যায় আসেন শলেট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে বৈঠকে বসবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন ডেরেক শোলে।

এদিকে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুুল মোমেনের সঙ্গেও সাক্ষাত করবেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ