নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো। সেই সঙ্গে এসব কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ