নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত ইমদাদুল হাসান সোহাগকে (সাধারণ সম্পাদক, অমর একুশে হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, তার বিরুদ্ধে চাঁদা দাবির একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে এবং সংবাদ প্রকাশ হয়েছে। সে ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ বসে এ সিদ্ধান্ত নিয়েছি।
তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইমদাদুল হাসান সোহাগ।
সম্প্রতি এই নেতার বিরুদ্ধে রাজধানীর বঙ্গবাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে মোবাইলে ফোন করে গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়া হয়েছিল। ভাঙচুর করা হয়েছিল তার ব্যবসাপ্রতিষ্ঠান। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ