নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিরাপত্তা জোরদার করা হয়েছে রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পুর গুলশানের বাসায়। সেই সঙ্গে বাসভবনের আশপাশে বিভিন্ন সংস্থার লোকজনও অবস্থান নিয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে সকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) যান সাহাবুদ্দিন চুপ্পু।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে। রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ।
ইসি সচিব জাহাংগীর আলম জানান, দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী, তার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। এ কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ