নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটিই সবচেয়ে বড় সাফল্য।
কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠানরত প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছেন ৬.৫৯ সেকেন্ড। এর আগে বাংলাদেশের কেউ এ পর্যায়ে স্বর্ণ জিততে পারেননি।
আজ সকালেই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তখন তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড। আর ফাইনালে ফের ঝড় তোলেন ট্র্যাকে। ছাড়িয়ে যান সেমিফাইনালেও টাইমিংকে। তাতে সবার আগে দৌড় শেষ করেন তিনি।
৬.৬৫ সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় হন হংকংয়ের শাক কাম চিং। তৃতীয় হওয়া চিংয়ের স্বদেশি লি হং কিটের টাইমিং ৬.৭৭ সেকেন্ড।
সেমিফাইনালে ইমরানুরের টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ড। এই আসরের আগে এই ইভেন্টে তার সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ