নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি কে হবেন? কেননা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন রাষ্ট্রপতির সময়ে। সেজন্যই রাষ্ট্রপতি কে হচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আগামীকাল রোববার বিকেল চারটায়।
তফসিল অনুযায়ী, রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে মনোননয়নপত্র দাখিল করা যাবে। মূলত রোববারই পরিস্কার হয়ে যাবে কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।
মূলত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা আছে। ফলে আওয়ামী লীগ যাকে প্রার্থী মনোনয়ন করবে তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হবেন এটা নিশ্চিতভাবে বলা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যায়ে এসে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় কেবল দুটি নাম। তারা হলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সব দিক বিচেনায় ওবায়দুল কাদেরেরই বঙ্গভবনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হলেও নানা বিবেচনায় শেষ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই বলে একাধিক সূত্রে জানা গেছে।
শুরুতেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও বিচারপতি মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শেষ পর্যায়ে এসে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় ওবায়দুল কাদের ও ড. মসিউর রহমান।
এদিকে রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে সম্প্রতি সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আলোচনা হতে পারে (রাষ্ট্রপতি পদ নিয়ে)। আমি এ ব্যাপারে আগ্রহী নই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, সেটি ফেলে রেখে ওই পদে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকর্তার (সিইসি) দপ্তরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ