নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মধ্যেই আজ সারা দেশের ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করবে বিএনপি। মূলত গত কয়েক মাস ধরে বিএনপির একের পর এক কর্মসূচি এবং তার বিপরীতে ক্ষমতাসীন দলের পাল্টা তৎপরতায় রাজপথে বাড়ছে উত্তাপ।
এদিকে তৃণমূলে দুই দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দুটি দলই বলছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলো পদযাত্রা করবে। অন্যদিকে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে।এতে স্থানীয় নেতাদের সঙ্গে যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারাও।
এদিকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। জানা গেছে, শান্তি সমাবেশ পালনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৫৩ নেতাকে ৪০ জেলায় দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টিও ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করবে। এটি পদযাত্রা যুগপৎ আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নয়া শতাব্দীকে বলেন, আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির দিনে কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে। এটা কোনো কর্মসূচি হতে পারে না। এরা (সরকার) কাউন্টার প্রোগ্রাম দেয় মূলত কর্মসূচির দিন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে। তবে এতে আর কোনো লাভ হবে না। ইতোমধ্যে ঢাকায় আমরা চারটি পদযাত্রা করেছি, সেখানেও প্রতিটি দিন তারা শান্তি সমাবেশ করেছে, তাতে কি কোনা লাভ হয়েছে?
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তা না হলে আমরা একটা কর্মসূচি দিয়েছে তার ভিত্তিতে তাদের পাল্টা কর্মসূচি দিতে হবে। এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তাদের (সরকার) মধ্যে গণতন্ত্রের চর্চা যে নাই এটাও জনগণ দেখছে। অতীতেও আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামীতে আমাদের যত কর্মসূচি আসবে সেগুলোও নেতাকর্মীরা পালন করতে ঐক্যবদ্ধ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ