ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ফেলে দেয়া প্যাকেটে মিলল ১ কেজি সোনা 

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থেকে ১০টি সোনারবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপুরে দেশ থেকে ভারতে সোনার চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে প্যাকেটে ১০টি সোনার বার পাওয়া যায়। যার পরিমাণ ১ কেজি ১০০ গ্রাম।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ