নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। ফলে একটি ফ্লাইট চট্টগ্রামে, দুটি ফ্লাইট কলকাতায় এবং একটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণ করেছে। এছাড়া ফ্লাইট উড্ডয়নেও স্থবিরতা তৈরি হয়েছিল।
সোমবার (৩০ জানুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিমানবন্দরের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট নামতে পারেনি। এর মধ্যে দুইটি ফ্লাইট হচ্ছে ইউএস বাংলার, একটি কাতার এয়ারওয়েজের ও একটি এয়ার এশিয়ার।
এ ছাড়া নির্ধারিত সময়ে অবতরণ উড্ডয়ন করতে পারেনি বেশকিছু ফ্লাইট। এর মধ্যে রয়েছে ইউএস বাংলা, ওমান এয়ার, এয়ার এরাবিয়া, গালফ এয়ার ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট।
এতে যাত্রীতের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকেও বাড়তি চাপে পড়তে হয়েছে।
নয়া শতাব্দী/জেআইমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ