বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

দুই আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৩, ২০:০১

বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন মো. আশরাফুল আলম ওরফে (হিরো আলম)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম বলেন, আমার এখন আর নির্বাচন করতে বাধা নেই। কারণ আমি বগুড়ার দুটি আসনেই প্রার্থিতা ফিরে পেয়েছি। দুটি আসনেই নির্বাচন করবো। আমার সঙ্গে আমার দেশবাসী আছে।

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গরমিলের কারণ দেখিয়ে গত ৮ জানুয়ারি হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে প্রার্থিতা ফিরে পেতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হাজির হয়ে হিরো আলম আপিল করেন।

গত ১২ জানুয়ারি তার আবেদন খারিজ করে দেন নির্বাচন কমিশন। সেদিনই তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন তিনি। সে ধারাবাহিকতায় আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন হিরো আলম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ