বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

৩০ হাজার নথি গায়েব : রাজউকের ব্যাখ্যা চান হাইকোর্ট

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৩, ১৭:৩১ | আপডেট: ১৬ মার্চ ২০২৩, ২০:০১
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবনের নির্মাণ অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েবের বিষয়ে রাজউক চেয়ারম্যানের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে আনার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ জানুয়ারি) স্বপ্রণোদিত এ আদেশ দেন। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান।

দুদক আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘গ্রাহকের নথি গায়েব সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে আদালত রাজউক চেয়ারম্যানকে ব্যাখ্যা দিতে বলেছেন ৩০ দিনের মধ্যে।’

‘ভবনের নির্মাণ অনুমোদন, রাজউক থেকে ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব‘ শিরোনামে গত ২৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে।

৬ ডিসেম্বর বিষয়টি প্রথম জানতে পারে রাজউক। এটি নিছক কারিগরি ত্রুটি, নাকি এ ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত, সে বিষয়ে এখনো অন্ধকারে রাজউক। অন্যদিকে এই বিপর্যয়ের কারণ উদঘাটনে রাজউকের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ ঘটনার তিন সপ্তাহ পরও সরকারি এই সংস্থা কোনো তদন্ত কমিটিও করেনি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মে থেকে গত বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ হাজার গ্রাহক ভবন নির্মাণের অনুমোদন পেতে আবেদন করেছিলেন। রাজউক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এসব নথি হারিয়ে যাওয়ার কারণে ওই গ্রাহকেরা নানা রকম ভোগান্তির শিকার হতে পারেন। তবে নথি গায়েবের ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ